• ০৬/০৪/২০২৫

টাকা দিয়ে আ’লীগ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে

টাকা দিয়ে আ’লীগ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ দেশের পাচার হওয়া অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা টাকা দিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যারা ড. ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

আবু হানিফ আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার বিগত সময়ে লুটপাট অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছিল। বর্তমান সরকার সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত। দেশকে স্থিতিশীল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেওয়া হোক।

টাকা দিয়ে আ’লীগ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে

 

তিনি আরও বলেন, আমরা গণঅধিকার পরিষদ ২০২১ সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য জন্য ২১ দফা ঘোষণা করেছি। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নিয়ে দেশের বিদ্যমান রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুনগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতিতে আসতে হবে।

এসময় কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ও জেলা শাখার সদস্যসচিব মোখলেছুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *