- ২৮/০৩/২০২৫
বিএনপি নেতা কামাল খার বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ

কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দাবি করা, কামাল খানের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আওয়ামী লীগ প্রীতির অভিযোগ উঠেছে। তার এসব অপকর্মে ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে বিএনপির, জনমনেও সৃষ্টি হচ্ছে ক্ষোভ।
অভিযোগে জানা যায়, গত ৫ আগষ্ট গনঅভ্যুত্থান এর পর সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসেন কামাল খান। এসেই নিজ গ্রাম আব্দুল্লাপুরে বিএনপির নাম ব্যাবহার করে দখলবাজি, চাঁদাবাজির হরিলুট শুরু করেন। স্থানীয় ইউপি বি এন পির সভাপতি ও সাধারন সম্পাদক সহ কমিটির অন্যান্যরা কামাল খানের এসব অনৈতিক কার্যকলাপ দেখে বাধা সৃষ্টি করলে, কামাল খান এলাকায় বিদ্রোহী বিএনপি নামে একটা আলাদা গ্রুপ তৈরি করে। কামাল খানের এই বিদ্রোহী বিএনপি গ্রুপে মদদ দিচ্ছেন বি এন পি থেকে একসময় আওমীলিগে যোগ দেয়া ফরহাদ বাঘা সহ আরো অনেক আওয়ামীপন্থী লোক। এলাকার সাধারন জনগনের অভিযোগ কামাল তার এই বিদ্রোহী গ্রুপ নিয়ে এলাকার বিভিন্ন খাত থেকে চাঁদাবাজি করে যাচ্ছেন, এবং এলাকায় দখলবাজি অভিযোগ রয়েছে অসংখ্য।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, কামাল খান আওয়ামীলিগের নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমানের টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং তাদেরকে ফোন দিয়ে ২ থেকে ৫ লক্ষ টাকা করে চাদা চাচ্ছেন অন্যথায় মামলা দেয়ার হুমকি দিচ্ছেন । এতে ক্ষুব্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। কামাল খান এখন স্বৈরাচারের ত্রাণকর্তা হিসেবে কাজ করছেন। আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসরদের বাঁচাতে এখন মরিয়া। তিনি চাঁদাবাজি, দখলদারত্ব করে আব্দুল্লাপুরে রামরাজত্ব কায়েম করেছে। তার লাগাম টেনে ধরা দরকার। তা না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।