- ২৭/০৩/২০২৫
মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থাকার পর পৃথিবীতে ফিরলেন সুনিতা ও বুচ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ নয় মাস আটকে থাকার পর নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরেছেন। তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস থেকে একটি মিশন পাঠায় নাসা ও ইলন মাস্কের স্পেসএক্স, যার নাম দেয়া হয়েছে ক্রু-১০।
এই মিশনে নতুন দুই নভোচারীকে পাঠানো হয়। মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে এসেছেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার মাত্র কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যায় তাদের স্পেসএক্স ক্যাপসুল প্যারাসুট মেক্সিকো উপসাগরে অবতরণ করে। ফ্লোরিডা প্যানহ্যান্ডেলের টালাহাসি উপকূলে স্প্ল্যাশডাউন ঘটে, যার ফলে তাদের অপরিকল্পিত ভ্রমণের অবসান ঘটে।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি। এক ঘণ্টার মধ্যে মহাকাশচারীরা তাদের ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন এবং ক্যামেরার দিকে হাত নাড়েন। এ সময় নিয়মিত চিকিৎসা পরীক্ষার জন্য তাদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
গত বসন্তে বোয়িংয়ের একটি ত্রুটিপূর্ণ পরীক্ষামূলক ফ্লাইটের মাধ্যমে এর শুরু হয়েছিল। গত ৫ জুন বোয়িংয়ের নতুন স্টারলাইনার ক্রু ক্যাপসুল উৎক্ষেপণের মাত্র এক সপ্তাহ পরেই তাদের দুজনের চলে আসার কথা ছিল। কিন্তু মহাকাশ স্টেশনে যাওয়ার পথে এত সমস্যা দেখা দেয় যে নাসা অবশেষে স্টারলাইনারকে খালি পাঠিয়ে দেয় এবং এই দুই নভোচারীকে স্পেসএক্সে স্থানান্তর করে। ফলে তাদের পৃথিবীতে ফেরা ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে যায়। এরপর স্পেসএক্স ক্যাপসুলের সমস্যা তাদের পৃথিবীতে ফিরে আসাকে আরো এক মাস পিছিয়ে দেয়।
উইলমোর ও উইলিয়ামস মহাকাশে ২৮৬ দিন কাটিয়েছেন। তারা চার হাজার ৫৭৬ বার পৃথিবী প্রদক্ষিণ করেন এবং স্প্ল্যাশডাউনের সময় ১২১ মিলিয়ন মাইল ভ্রমণ করেন।
মহাকাশচারীদের অবতরণের পর এক সংবাদ সম্মেলনে নাসার উপ-সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, ‘তারা এই ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় ১৫০টি গবেষণা করেছেন। তাদের ফিরে আসায় আমরা খুবই খুশি।’