• ২৭/০৩/২০২৫

পুলিশের গাড়ি থেকে কয়েদির পোশাকে নামলেন নিশো

পুলিশের গাড়ি থেকে কয়েদির পোশাকে নামলেন নিশো

বিকেল পৌনে পাঁচটা, রাজধানীর গুলশানের শুটিং ক্লাবের সামনে পুলিশের গাড়ি দেখে মানুষের জটলা। জনতার ভিড় ঠেলে আসামি নিয়ে গাড়ি থেকে নামে পুলিশ। লম্বা চুল, মুখভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া—আর এই আসামিকে ধরে এগোতে থাকে দুই পুলিশ। স্লোগান দিচ্ছেন একদল তরুণ, ‘নিশানের ফাঁসি চাই।’

তবে আসামিকে দেখে পথচারীদের চোখ কপালে, আরে, এ তো অভিনেতা আফরান নিশো! তাঁর কেন এই হাল? একটু পর স্পষ্ট হলো, ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার অনুষ্ঠানে হাজির হতেই কয়েদির বেশ নিয়েছেন এই অভিনেতা।

শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে ‘দাগি’ আসামি নিশান চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজ বৃহস্পতিবার গুলশানের শুটিং ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে সিনেমা নির্মাণের পেছনের গল্প শেয়ার করেছেন অভিনেতা, নির্মাতা থেকে প্রযোজকেরা। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
‘দাগি’ সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টারের পর গতকাল প্রকাশ পেয়েছে টাইটেল ট্র্যাক। ভক্তদের রীতিমতো চমকে দিয়ে এতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *