• ১২/০৩/২০২৫

বিশ্বকাপ দাবা বাছাইয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের

বিশ্বকাপ দাবা বাছাইয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের

শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবা ও বিশ্বকাপ মহিলা কাপ দাবার কোয়ালিফাইং এশিয়ান জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের দ্বিতীয় রাউন্ডেও জিতেছে বাংলাদেশ।

দুই খেলা শেষে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, শ্রীলংকার আন্তর্জাতিকমাস্টার জি এম এইচ তিলকরত্নে , বিজেরত্নে ভিনুকা দিহাইন ও মালদ্বীপের ফিদে মাস্টার মোহাম্মদ সুয়াও ২ পয়েন্ট করে ।

ওপেন গ্রুপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ, অমিত ব্রিকম রায় ও তানভীর আলম ১ পয়েন্ট করে পেয়েছেন। মহিলা বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলামাস্টার রানী হামিদ ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শ্রীলংকার ৩ খেলোয়াড়ের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। মহিলা বিভাগে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ২ খেলায় দেড় পয়েন্ট করে পেয়েছেন।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় শ্রীলংকার বিক্রমাসিঙ্গে ভিনুদা ভিদমকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার শিবাথানুজানকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার ক্যান্ডিডেটমাস্টার কামরাসিঙ্গেকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান শ্রীলংকার সামারানায়েক পমোক মেথদিনুকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ জানুকশানকে ও তানভীর আলম শ্রীলংকার সানভিরু দুলনিথকে পরাজিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *